নাটোরে বিশ্ব জলাতঙ্ক দিবস পালন

নাটোর অফিস॥
‘জলাতঙ্কের অবসান, সকলে মিলে সমাধান’-এই প্রতিপাদ্য বিষয়ে নাটোরে বিশ্ব জলাতঙ্ক দিবস পালন করা হয়েছে। বুধবার জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সম্মেলন কক্ষে এ উপলক্ষ্যে আয়োজিত সভায় সভা প্রধানের দায়িত্ব পালন করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম মোস্তফা।
সভায় বক্তারা বলেন, ২০৩০ সালের মধ্যে জলাতঙ্ক নির্মূলে কাজ করে যাচ্ছে সরকার। এই লক্ষ্যে টিকাদান কর্মসূচী ছাড়াও শিক্ষা ও প্রচারণা কার্যক্রম চলছে। সচেতনতা সৃষ্টির মাধ্যমে এই রোগের ভয়াবহতা থেকে পরিত্রাণ লাভ করা সম্ভব।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা ভেটেরিনারি অফিসার ডাঃ রুহুল আমিন আল ফারুক, জেলা ভেটেরিনারি প্রশিক্ষণ কর্মকর্তা ডাঃ এ কে এম ফজলুল হক, নলডাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ খন্দকার সাগর আহমেদ। পাওয়ার পয়েন্টে মূল প্রবন্ধ উপস্তাপন করেন ভেটেরিনারি সার্জন ডাঃ মেহেদী হাসান।
আলোচনা সভার আগে জেলা প্রাণিসম্পদ দপ্তর থেকে বের হওয়া শোভাযাত্রা সড়ক প্রদক্ষিণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *