শিক্ষার্থীদের যুদ্ধকালীন বীরত্বগাথা শোনালেন বীর মুক্তিযোদ্ধাবৃন্দ

নাটোর অফিস॥
নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানের আড়াইশ’ শিক্ষার্থীদেরকে যুদ্ধকালীন বীরত্বতাগা শোনালেন বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।
আজ রোববার সকাল দশটায় অনিমা চৌধুরী অডিটোরিয়ামে এ সংক্রান্ত অনুষ্ঠান আয়োজন করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল।
নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্পের প্রকল্প পরিচালক (উপ সচিব) ড. মোঃ নুরুল আমিন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীন ভূখন্ড উপহার দিয়ে গেছেন। আমাদের জাতীয় জীবনে শ্রেষ্ঠতম অর্জন মহান মুক্তিযুদ্ধ। বঙ্গবন্ধুর আদর্শ এবং মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হবে। এক্ষেত্রে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে হবে।
বীর মুক্তিযোদ্ধাবৃন্দের বক্তব্যের আলোকে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তরে প্রানবন্ত হয়ে উঠে অনুষ্ঠান।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মুক্তিযুদ্ধ বিষয়ক কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহনকারী শিক্ষার্থীদের মধ্যে বিজয়ীদের পুরষ্কার ও সনদ প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *