বাল্য বিবাহকে না বলে শিক্ষার্থীদের লিফলেট প্রদর্শন

নাটোর অফিস ॥
নাটোরের নলডাঙ্গা উপজেলার ঠাকুর লক্ষীকোল উচ্চ বিদ্যালয়ে বাল্য বিবাহ সহ শিক্ষার্থীদের সচেতন মুলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এসময় বাল্য বিবাহ কে না বলে শিক্ষার্থীরা লিফলেট প্রদর্শন করেন। বুধবার (৩০ আগষ্ট) দুপুরে উপজেলার ঠাকুরলক্ষীকোল উচ্চ বিদ্যালয়ে সচেতন মুলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ রহিদুল ইসলামের সভাপতিত্বে ক্যাম্পেইনে বক্তব্য রাখেন নলডাঙ্গা উপজেলা তথ্য আপা তথ্যসেবা কর্মকর্তা তৌহিদা হক।
এসময় উপস্থিত ছিলেন তথ্যসেবা সহকারী মুস্তারী জাহান, মোছাঃ জাকিয়া সুলতানা, সহকারী শিক্ষক এসএম রাজু আহমেদ, ফারুক হোসেন প্রমুখ। বক্তারা বলেন, দেশে বর্তমানে মেয়েদের শিক্ষার হার বেশি। সমাজ গঠনে নারীদের ভূমিকা সবচেয়ে বেশি। নিজেদের স্বাবলম্বী করে নারীদের দেশ গঠনে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। অথচ বাল্য বিবাহের কারনে অল্প বয়সে মেয়েরা নানা হয়রানী এবং নির্যাতনের শিকার হচ্ছে। বাল্য বিবাহ প্রতিরোধে আমাদের সচেতন হতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *