নলডাঙ্গাকে আধুনিক উপজেলা হিসাবে গড়ে তুলতে চান নবাগত ইউএনও

নাটোর অফিস॥
নাটোরের নলডাঙ্গায় বীরমুক্তিযোদ্ধা, কর্মরত সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দেওয়ান আকরামুল হক। সোমবার দুপুর ১২টার সময় উপজেলা পরিষদ সম্মেলন এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউএনও বলেন, সরকারের চলমান উন্নয়ন কাজ তরান্বিত করাসহ নলডাঙ্গা উপজেলার উন্নয়নে সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সকল পেশাজীবিদের নিয়ে এক সঙ্গে কাজ করা হবে। যোগাযোগ, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, ভুমিসেবাসহ সকল সেক্টরের উন্নয়ন কাজ বাস্তবায়ন করে নলডাঙ্গা উপজেলাকে আধুনিক উপজেলা হিসাবে গড়ে তোলা হবে।

তিনি বলেন, কোন প্রকার অনিয়ম, দুর্নীতিকে প্রশ্রয় দেয়া হবে না। সেবা নিতে আসা সুবিধা ভোগেী মানুষ যাতে কোন ভাবে হয়রানীর শিকার না হয়, সেজন্য দায়িত্বশীলতার সাথে সকলকে সঙ্গে নিয়ে কাজ করা হবে। এজন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন ইউএনও।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাকিবুল হাসান, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, মজিবর রহমান, ইসমাইল হোসেন খান, শাহজাহান আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুস শুকুর, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মুকু, সহসভাপতি আমিনুল ইসলাম হাদু, পিপরুল ইউপি চেয়ারম্যান মোঃ কলিমুদ্দিন, খাজুরা ইউপি চেয়ারমান মোঃ সোহরাব হোসেন, ব্রক্ষ্মপুর ইউপি চেয়ারমান এসএম আশাফুজ্জামান মিঠু, নলডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ডাঃ শেখ মজিবর রহমান, সাধারন সম্পাদক মামুনুর রশীদ, উপজেলা মানবাধিকার সংস্থার সভাপতি নজমুল করিম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইয়াছিন উর রহমান, মাদ্রাসা শিক্ষক আতাউর রহমান প্রমুখ। এসময় বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *