আদিবাসী দিবসে সাংবিধানিক স্বীকৃতিসহ ৫ দফা দাবি

নাটোর অফিস ॥
নাটোরে আন্তর্জাাতিক আদিবাসী দিবসে সাংবিধানিক স্বীকৃতি, সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভ’মি কমিশন ও মন্ত্রনালয় গঠন এবং ৫% কোটা পুনঃবহালসহ ৫ দফা বাস্তবায়নের দাবি জানিয়েছে আদিবাসীরা। আন্তর্জাাতিক আদিবাসী দিবস উপলক্ষে নাটোরে আয়োজিত মানববন্ধন ও সমাবেশ থেকে এই দাবি জানান জাতীয় আদিবাসী পরিষদ নেতৃবৃন্দ। বুধবার শহরের স্বাধীনতা চত্বর এলাকাথেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে সেখানে বাবুল পাহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্যামলাল তেলীর সঞ্চালনায় আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনটির জেলা কমিটির সাধারণ সম্পাদক কালিদাস রায়, উপদেষ্টা অ্যাড. বাকী বিল্লাহ রশীদি, অনুপ আচার্য্য, যাদু কুমার দাস, শিবেন মাহাতো, মাধাই মুন্ডা, শংকর বাগদী, কাজল বাগদী, মহেশ হেমব্রম প্রমূখ। সমাবেশে বক্তারা আগামী সংসদীয় নির্বাচনের পূর্বেই আদিবাসীদেরকে দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের জাতীয় সংলাপসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *