নাটোরে রোববার থেকে দুদিনের ইসলামী মহাসম্মেলন
নাটোরঃ নাটোরে কাল রোববার থেকে শুরু হচ্ছে দুদিনব্যাপী ইসলামী মহা সম্মেলন। নবাব সিরাজ উদ-দৌলা সরকারী কলেজ মাঠে নাটোর জেলা ঈমান আক্কীদা সংরক্ষন কমিটি আয়োজিত দু’দিনের এই মহা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল ইসলাম শিমুল।
নাটোর জেলা ঈমান আক্বিদা সংরক্ষন কমিটির সভাপতি আলহাজ্ব হযরত হাফেজ মাওলানা লুৎফর রহমানের সভাপতিত্বে প্রথমদিন রোববার সম্মেলনের প্রধান মেহমান থাকবেন টাঙ্গাইল ধুলের চর মাদরাসার কেন্দ্রীয় দারুল ইফতা হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান। এদিন অন্যান্যের মধ্যে বয়ান করবেন ঢাকার মোহম্মদপুর বায়তুস সালাম জামে মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওলানা মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কসমেী ও বারিধারা মাদরাসার মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি আমিনুল ইসলাম কাসেমী। এছাড়া সোমবার সম্মেলনের দ্বিতীয় দিন প্রধান মেহমান থাকবেন বগুড়া জামিল মাদরাসার সিনিয়র মুহাদ্দিস হযরত মাওলানা আব্দুল হক আজাদ।
অন্যান্যের মধ্যে বয়ান করবেন চট্রগ্রাম ওমর গণি এসইএস ডিগ্রি কলেজের ইসলামের ইতিহাসও সংস্কৃতি বিষয়ক অধ্যাপক আল্লামা ড. আ,ফ,ম খালিদ হোসেন ও নাটোরের উত্তর বড়গাছা তালতলা জামে মসজিদের খতিব আলহাজ্ব হযরত হাফেজ মাওলানা রেজাউল করিম নাটোরী। প্রতিদিন বাদ আছর এই ইসলামী মহাসম্মেলনের কার্যক্রম শুরু হবে।