নাটোরে মুজিববর্ষ উপলক্ষে জেলা প্রশাসনের সংবাদ সম্মেলন

নাটোর অফিস॥
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিববর্ষ উদযাপনের কাউন্টডাউন উপলক্ষে নাটোর জেলা প্রশাসন সংবাদ সম্মেলন করেছে।

আজ বৃহষ্পতিবার বিকেল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের ব্রিফ করেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ।

জেলা প্রশাসক জানান, আগামীকাল কেন্দ্রিয় কর্মসূচীর সাথে সঙ্গতি রেখে বিকেল ৩টা থেকে ৬ টা পর্যন্ত উদ্বোধনী অনুষ্ঠান ও ৬ টা থেকে স্থানীয় আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এছাড়া জেলার বাকী ৬ উপজেলায় স্থানীয় প্রশাসনের আয়োজনে অনুরুপ কর্মসূচী পালিত হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম রাব্বী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সায়দুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফুন্নেসা, ইউনাইটেড প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নবীউর রহমান পিপলু, সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, দৈনিক প্রথম আলোর নাটোর প্রতিনিধি এডভোকেট মুক্তার হোসেন, সময় টিভির নাটোর প্রতিনিধি আল-মামুন, নিউজপেপার রিপোটার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও জাগোনাটোর২৪ডটকম সম্পাদক নাইমুর রহমানসহ নাটোরে কর্মলত ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

মুজিববর্ষ উদযাপনে গৃহীত যাবতীয় কর্মসূচী পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন জেলা প্রশাসক।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *