বড়াইগ্রামে প্রনোদনার বীজ-সার বিতরণ

নাটোর অফিস॥
নাটোরের বড়াইগ্রামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রনোদনার আওয়াতায় ৯’শ কৃষককে বিনামূল্যে উন্নত মানের রোপা আমন ও পেয়াজ বীজ ও সার বিতরণ করা হয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষকদের হাতে ওই বীজ, সার ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়।
উপকরণের মধ্যে ৮০০ উন্নত মানের রোপা আমন চাষীকে ৫ কেজি বীজ, ১০ কেজি এমওপি এবং ১০ কেজি ডিএপি সার অপর দিকে ১০০ পেয়াজ চাষীকে ১ কেজি বীজ, ১০ কেজি এমওপি এবং ১০ কেজি ডিএপি সার, নগদ ২৮০০ টাকা এবং বালাই নাশক সামগ্রী প্রদান করা হয়।
ভারপ্রাপ্ত ইউএনও বোরহান উদ্দিন মিঠুর সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার শারমিন সুলতানা। এসময় বক্তৃতা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহদি হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, মুক্তিযোদ্ধা আবুল খায়ের প্রমুখ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *