নাটোরে গোপালভোগ আম আহরণ শুরু

নাটোর অফিস॥
নাটোরে গাছ থেকে গোপালভোগ আম আহরণ কার্যক্রম শুরু হয়েছে। আজ শনিবার সকালে গুরুদাসপুর উপজেলার কোলাকান্তনগর আম বাগানে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা। কেমিকেলমুক্ত নিরাপদ ফল নিশ্চিত করতে জেলায় সময়সূচি অনুসরণ করে গাছ থেকে প্রসিদ্ধ আম আহরণ কার্যক্রম শুরু করা হয়।
জেলার আম সংগ্রহ সময়সূচী অনুসারে আজ ২০ মে থেকে গোপালভোগ, ২৫ মে থেকে রাণী পছন্দ ও লক্ষনভোগ, ৩০ মে থেকে ক্ষিরসাপাত, ১০ জুন থেকে ল্যাংড়া, ২০ জুন থেকে মোহনভোগ ও আ¤্রপালি, ২৫ জুন থেকে ফজলী ও হাড়িভাঙ্গা, ৫ জুলাই থেকে মল্লিকা, ১০ জুলাই থেকে বারি-৪, ২০ জুলাই থেকে আশ্বিনা এবং ২০ আগষ্ট থেকে গৌরমমি আম গাছ থেকে সংগ্রহ করা যাবে।
নাটোর জেলায় চলতি বছর পাঁচ হাজার ৭৪৭ হেক্টর আম বাগান থেকে ৮০ হাজার ৪০০ টন আম আহরণ হবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *