আব্দুলপুরে ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় উত্তরাঞ্চলের সাথে ২ঘন্টা রেল চলাচল বন্ধ

নাটোর অফিস॥
নাটোরের আব্দুলপুর রেলওয়ে জংসন স্টেশনে প্রবেশের মুখে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে প্রায় দুই ঘন্টা উত্তরাঞ্চলের সাথে রেল চলাচল বন্ধ ছিল। আজ মঙ্গলবার বেলা সোয়া ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ইঞ্জিন বিকল হওয়া ট্রেনটি পড়ে ছিল।
রেল কর্তৃপক্ষ সহ যাত্রিরা জানায়,পারবর্তীপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি বেলা ১১টা ২৫ মিনিটের দিকে আব্দুলপুর জংসন স্টেশনে ঢোকার মুখে মেইন লাইন ব্লক করার সময় ইঞ্জিন বিকল হয়। এসময় আজিমনগর স্টেশনে খুলনা থেকে ছেড়ে আসা রুপসা এক্সপ্রেস ট্রেন ও নীলসাগর এক্সপ্রেস ট্রেন আব্দুলপুর স্টেশনে আটকা পড়ে। পরে দুপুর ১টার দিকে নীল সাগর ট্রেনের ইঞ্জিন দিয়ে ট্রেনটি সরিয়ে নেওয়া হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এই সময় যাত্রিদের দুর্ভোগ পোহাতে হয়েছে। আব্দুলপুর জংসন রেলওয়ে স্টেশন মাষ্টার জিয়া উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উত্তরাঞ্চলের সাথে প্রায় দেড় ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে বিকল্প একটি ট্রেনের ইঞ্জিন এনে ট্রেনটি সরিয়ে নেওয়া হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তিনি জানান, পারবর্তীপুর থেকে ছেড়ে আসা বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি আব্দুলপুর জংশনে পৌঁছিলে ১১টা ২৫ মিনিটে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। এসময় প্রায় দেড় ঘন্ট সকল ট্রেন চলাচল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *