
রোববার নাটোরের সিংড়ায় গোল-ই-আফরোজ সরকারী কলেজের ৬ তলা একাডেমিক ভবন নির্মাণ ও নবীনবরণ অনুষ্ঠানে যোগ দিয়ে ছাত্রলীগ সভাপতি এসব কথা বলেন।
শোভন বলেন, ‘মাদকের বিরুদ্ধে দেশে যুদ্ধ চলছে। ছাত্রসমাজকে মাদক থেকে দূরে থাকতে হবে। সুস্থ বিনোদনের ধারায় নিজেদের সম্পৃক্ত করতে হবে। সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে অসাম্প্রদায়িক চেতনার বিকাশ ঘটাতে হবে।’
ছাত্রলীগ সভাপতি আরো বলেন, ‘দেশে ঐক্যের নামে রাজনীতিতে হত্যাকারীদের পুনর্বাসন করা হচ্ছে। দেশের মানুষ হত্যাকারীদের ঘৃণাভরে প্রত্যাখান করেছে।’
শেখ হাসিনার নেতৃত্বে আগামীতেও আওয়ামী লীগ সরকার গঠন করবে জানিয়ে সরকারের অর্জনগুলো মানুষের কাছে তুলে ধরতে ছাত্রলীগ নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান শোভন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সিংড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি ওহিদুর রহমান শেখ, জেলা ছাত্রলীগ সভাপতি রাকিবুল হাসান জেমস, সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুম, সিংড়া পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, গোল-ই-আফরোজ সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর এম এইচ খালেদ প্রমুখ।



