গুরুদাসপুরে ইভিএমে ভোট নিয়ে ভোটারদের শঙ্কা

নাটোর অফিস ॥
পঞ্চম ধাপে ৫ই জানুয়ার নাটোরের গুরুদাসপুর উপজেলার ৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই উপজেলার একমাত্র নাজিরপুর ইউনিয়ন পরিষদে ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে। এই প্রযুক্তির মাধ্যমে এই প্রথমবার ভোট দেয়া নিয়ে ভোটারদের নানা শঙ্কার দিন কাটছে। তারা সঠিকভাবে ভোট দিতে পারবেন কিনা এবং তাদের সমর্থিত প্রার্থীর পক্ষে এ ভোট পড়বে কিনা এ ধরনের নানা প্রশ্ন দেখা দিয়েছে ভোটারদের মনে। নাজিরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নিরক্ষর আশরাফ, মাহাবুব, ২ নম্বর ওয়ার্ডের সেলিম হোসেন, শহিদুল ইসলামসহ নাজিরপুর বাজারে অনেক ভোটার এ শংকার কথা জনিয়ে বলেন, সঠিক ও সাচ্ছন্দ্যে এ মেশিনের মাধ্যমে ভোট দিতে পারব কিনা এ নিয়ে দ্বিধাদ্বন্দে আছি।
নাজিরপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আমিনুল ইসলাম রতন জানান, শিক্ষিত ও সচেতন মহলের জন্য ইভিএমে ভোট প্রদানে সুবিধা হয়েছে। নিজের পছন্দের প্রার্থীকে তারা সঠিকভাবে ভোট দিতে পারবেন বলে জানান।
নাজিরপুর বাজারে কমপক্ষে ৫০ জন ভোটার জানান, ইভিএমে ভোট দেয়া নিয়ে ভোটারদের সচেতন করার কোনো উদ্যোগ চেয়ারম্যান, মেম্বার প্রার্থীদের মধ্যে এখনও দেখা যায়নি। তেমনি নির্বাচন সংশ্লিষ্ট দফতর থেকেও ওই এলাকায় গিয়ে ইভিএমে ভোট দেয়ার প্রক্রিয়া ও ভোটারদের সংশয় দূর করতে কোনো ভূমিকা এখন পর্যন্ত নেই। নতুন প্রযুক্তি এ মেশিনের মাধ্যমে সাচ্ছন্দ্যে যাতে ভোট প্রদান করতে পারেন এ জন্য মক ভোটিং এর মাধ্যমে প্রচার ও প্রচারণার দাবি করছেন ভোটাররা। নাজিরপুরে আগামী ৫ই জানুয়ারী ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এখানে ভোটার সংখ্যা ৩১ হাজার ২২০ জন। কেন্দ্র সংখ্যা ১৪। ভোট বুধ সংখ্যা ১১২টি।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ফেরদৌস আলম জানান, ভোটের আগে নাজিরপুর ইউনিয়নে ভোট গ্রহণের দায়িত্বপ্রাপ্তদের ইভিএম সম্পর্কে প্রশিক্ষিত করা হবে। এছাড়াও ভোটের দুইদিন আগে ওই ইউনিয়নে ইভিএম বিষয়ে ভোটারদের শিক্ষা দেওয়া হবে। শঙ্কার কিছু নেই। এটা একদম সহজ প্রদ্ধতি বলে তিনি জানান।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *