নলডাঙ্গায় ১৫০ শীতার্তদের মাঝে উই লিভ টুগেদারের শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

নাটোর অফিস ॥
নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর গ্রামের ১৫০ জন দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ করেছে উই লিভ টুগেদার নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। শুক্রবার মাধনগর পুরুষোত্তমবাটি উচ্চ বিদ্যালয় চত্বরে এসব শীতবস্ত্র ও মাক্স বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের এডমিন মোছাঃ মাহবুবা আক্তার মিতু ১৫০ জন দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, সহকারি ব্যাচমেট হুসাইন মুকুল, মাধনগর পুরুষোত্তমবাটি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ( বিএসসি) মো: বজলুর রহমান, মোঃ আব্দুস সামাদসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।
মাধনগর পুরুষোত্তমবাটি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সরকারি শিক্ষক ( বিএসসি) মোঃ: বজলুর রহমান বলেন , এসএসসি ২০০৯ সাল ও এইচএসসি ২০১১ ব্যাচের ছাত্র ছাত্রীদের নিয়ে এ সংগঠনটি গড়ে তোলা হয়। যার নামকরণ করা হয় “উই লিভ টুগেদার ” নাইন ইলেভেন । সংগঠনটি শুরু থেকে এখন পর্যন্ত বিভিন্ন ধরনের শীতবস্ত্র বিতরণ, ব্লাড ডোনেশন সহ বিভিন্ন সামাজিক উন্নয়ন মুলক ও সেবামূলক কার্যক্রম করে পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এই শীত বস্ত্র ও মাস্ক বিতরণ করা হয়। এই ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *