নাটোরে চামড়া বিক্রি নেই, পাচার ও পচনের শঙ্কা!
নবীউর রহমান পিপলু ও নাইমুর রহমান, চকবৈদ্যনাথ ঘুরে মন্দার বাজার চাঙ্গা হবে ঈদের পর- এমনটি ভেবে ঈদের দিনই চামড়া কিনেছিলেন শহরের বড়গাছার দুই সহোদর আলী ও আহম্মদ। সরকার কর্তৃক নির্ধারিত দাম বিবেচনা না করে প্রতিযোগিতার জন্য প্রতিটি ৮০০ থেকে ৯৫০...