নাটোরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত হচ্ছে ঈদুল আযহা। 


নাটোর: ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব আমেজে আজ বুধবার (২২ আগষ্ট) সারাদেশে পশু কোরবানীর মধ্যদিয়ে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হচ্ছে। মুসলিম সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা উপলক্ষে পৃথক বাণীতে নাটোরবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ নাটোরের চার সাংসদ।

বুধবার সকাল ৭টায় নাটোর কেন্দ্রিয় ঈদগাহ ময়দানে (কাচারী মাঠ) ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়।  ওই জামাতে অংশ নেন নাটোর সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল ইসলাম শিমুলসহ জনপ্রতিনিধি, প্রশাসন, পুলিশ ও সাধারণ মানুষ।

এছাড়াও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তার নির্বাচনী এলাকা সিংড়ায়, জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল কুদ্দুস এমপি গুরুদাসপুরে এবং সহ-সভাপতি ও নাটোর-১ আসনের এমপি আবুল কালাম লালপুরে ঈদ-উল-আযহার জামাতে অংশ নেন।

পরে ধর্মীয় রীতি মেনে আল্লাহর সন্তুষ্ঠি লাভের আশায় পশু কোরবানী করেন সামর্থ্যবান মুসল্লিরা।

ঈদুল আজহা উপলক্ষে নাটোর কেন্দ্রীয় কারাগার, সরকারি হাসপাতাল, শিশুসদনে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *