সড়কের ওপর রাখা বালি নষ্ট হওয়ায় বরযাত্রীবাহী বাসে হামলা


নাটোর অফিস॥
নাটোরের বড়াইগ্রামের রামকান্তপুরে সড়কের ওপর রাখা বালি নষ্ট হওয়ায় বরযাত্রীবাহী বাসে হামলা চালানো হয়। বালির মালিক জনৈক শুকুর আলী ও তার সজনরা এই হামলা চালালে বাসের ভাংগা কাচের আঘাতে অন্তত ৬ বরযাত্রি আহত হয়। আহতদের মধ্যে মন্তাজুর রহমান (৪৫) নামে এক বরযাত্রিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, শুক্রবার বিকেলে উপজেলার উপলশহর গ্রামের এরশাদ আলীর ছেলে সৌরভের বিয়ের জন্য দুইটি বাসে বরযাত্রীরা গুরুদাসপুর উপজেলার মকিমপুর গ্রামে যাচ্ছিলেন। পথে রামকান্তপুরে সড়কের পাশে একটি ট্রাক দাঁড়িয়ে থাকায় বাস দুইটি সড়কে রাখা এক প্রতিবেশীর বালুর ওপর দিয়ে যায়। এ সময় বাসের একটি চাকায় কিছু বালু নষ্ট হওয়ায় বালুর মালিক ওই গ্রামের শুকুর আলী তার ভাই-ভাতিজাদের নিয়ে বাস দুইটিতে হামলা চালান। হামলায় লাঠি ও ভাঙা কাঁচের আঘাতে ছয় যাত্রী আহত হন।
বড়াইগ্রাম থানার এসআই শামসুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি শান্ত হয়। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেননি। পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *