গুরুদাসপুরে পুকুর খননের মাটি রাস্তায় ফেলায় ৫ জনকে জরিমানা

নাটোর অফিস॥
নাটোরের গুরুদাসপুরে পুকুর খননের মাটি রাস্তায় ফেলে জনদুভোর্গ সৃষ্টির অভিযোগে ৫ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত । শনিবার নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রাকীন মাশরুর খান উপজেলার চন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন।
গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তমাল হোসেন জানান, জেলা প্রশাসকের নির্দেশে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রাকীন মাশরুর খানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে উপজেলার চন্দ্রপুর এলাকায় পুকুর খননের কাজ চলমান অবস্থায় পাওয়া যায়। পুকুর খননের পর মাটি রাস্তায় এবং অন্য মানুষের বসতবাড়ির সামনে ফেলে রাখায় জনদুর্ভোগের সৃষ্টি হয়। এসময় সংশ্লিষ্ট এলাকা থেকে মাটি বহনকারী ৪টি গাড়ির চালক এবং ১ জন এক্সক্যাভেটরের চালককে পাওয়া যায়। এসময় দন্ডবিধি, ১৮৬০ এর ২৯১ ধারায় ওই ৫ জনকে জরিমানা করা হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *