সকলের সচেতনতা সড়ক দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব

নাটোর অফিস॥
সকলের সচেতনতা সড়ক দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব বলে মনে করেন নাটোরের জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তাসহ বিশিষ্টজনেরা। তারা বলেন, নিরাপদ সড়কের জন্য রাস্তা সংস্কার করা, বিআরটিএর লাইসেন্স পেতে সহজিকরণের পাশাপাশি চালক এবং সাধারণ মানুষের সচেতন হতে হবে। তবেই সড়ক দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব হবে। শুক্রবার নাটোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তারা এসব মন্তব্য করেন। পরে জনসচেতনা বাড়াতে জেলা প্রশাসক শামীম আহমেদের নেতৃত্বে রাজপথে লিফলেট বিলি করা হয়।
‘গতিসীমা মেনে চলি, সড়ক দুঘর্টনা রোধ’ এই শ্লোগান নিয়ে নাটোরে পালন করা হয় জাতীয় নিরাপদ সড়ক দিবস। জেলা প্রশাসন এবং বিআরটিএ নাটোর সার্কেলের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, বিআরটিএ নাটোর সার্কেলের সহকারী পরিচালক রাশেদুজ্জামান, নাটোর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম সহ বিভিন্ন শ্রমিক-মালিক সংগঠনের নেতৃবৃন্দ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *