নাটোরে নেসকোর প্রি-পেমেন্ট মিটার প্রতিস্থাপন কার্যক্রমে বিক্ষুব্ধ গ্রাহকরা

নাটোর অফিস ॥
নাটোরে নেসকোর প্রি-পেমেন্ট মিটার প্রতিস্থাপন কার্যক্রমে বিক্ষুব্ধ হয়ে উঠছে বিদ্যুত গ্রাহকরা। এই প্রি-পেমেন্ট মিটার প্রতিস্থাপন কার্যক্রমের প্রতিবাদে গত দু’দিন ধরে অব্যাহতভাবে বিক্ষোভ সমাবেশ সহ মানববন্ধন কর্মসুচী পালন করছে বিক্ষুব্ধ গ্রাহরা। এই কার্যক্রম বন্ধ না হলে আগামী শনিবার নেসকো কার্যালয় ঘেরাও সহ পুনরায় বিক্ষোভ কর্মসুচীর ঘোষনা দেয়া হয়েছে। এছাড়া শুক্রবার প্রতিটি মসজিদে জুম্মার নামাজের আগে সকল মুসল্লিদের কর্মসুচীতে অংশগ্রহণের আহ্বান জানানো হবে।
বৃহস্পতিবার দুপুরে শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় গ্রাহকরা নেসকোর প্রি-পেমেন্ট মিটার প্রতিস্থাপন কার্যক্রমে মানববন্ধন ও সমাবেশ করে। সমাবেশে বক্তৃতা করেন আওয়ামীলীগ নেতা মোস্তাক আলী মুকুল,মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি আসাদুজ্জামান আসাদ, রফিকুল ইসলাম রান্টু,জাপা নেতা আশরাফুজ্জামান মুন্নি, রইস উদ্দিন প্রমুখ। বক্তারা বলেন, নেসকো ডিজিটাল কারচুপিসহ ভুতুরে বিলের নামে গ্রাহকদের হয়রানি করছে। তারা নিলকরদের মত নাটোর পিডিবির ২৭ হাজার গ্রাহককে প্রি-পেমেন্ট মিটার প্রতিস্থাপনের নামে ক্ষতিগ্রস্থ করার কার্যক্রম শুরু করেছে। তারা নেসকোর কার্যক্রম বাতিলের দাবি জানান। সমাবেশে শেষে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে আগামী শনিবার নেসকো কার্যালয় ঘেরাও সহ বিক্ষোভ কর্মসুচী ঘোষনা করা হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *