স্বাধীনতা বিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহবান প্রতিমন্ত্রী পলকের

নাটোর অফিস॥
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী (আইসিটি) জুনাইদ আহমেদ পলক বলেছেন ,বাংলাদেশের মানুষ যখন মহান মুক্তিযুদ্ধের বিজয়ের সুবর্ন জয়ন্তী পালন করতে যাচ্ছে,ঠিক তখনই বাংলাদেশের বিরোধীতাকারী অপশক্তি নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। ওই অপশক্তি ৭১ এ ধর্মের অপব্যাখা দিয়ে যেমন মুক্তিযুদ্ধের বিরোধীতা করেছিল,তারা আবার নতুন করে স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননা করতে ষড়যন্ত্র শুরু করেছে। বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার উদ্দেশ্যে তারা আবারও মাঠে নেমেছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গে ফেলার হুমকি দিচ্ছে। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশের মানুষ যখন ডিজিটাল সুবিধা ভোগ করছে ঠিক তখনই তারা দেশের মধ্যে অরাজকতা শুরুর পাঁয়তারা শুরু করেছে। সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই সব অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান প্রতিমন্ত্রী পলক।
বুধবার সকালে মহান বিজয় দিবসের বিভিন্ন কর্মসুচী পালনের সময় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এসব কথা বলেন। সুর্যদয়ের সাথে সাথে তিনি সিংড়া উপজেলার কেন্দ্রিয় শহীদ স্মৃতি সৌধে পুস্পার্ঘ নিবেদন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এসময় উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু, উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক,পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ওহিদুর রহমান, আওয়ামীলীগ নেতা ও উপজেলা ডায়াবেটিক সমিতির সেক্রেটারী মওলানা রুহুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *