
শনিবার দুপুরে নাটোরের সিংড়া পৌর কমিউনিটি সেন্টারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদ সদস্য ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। এর আগে উপজেলা চেয়ারম্যান শফিকের নেতৃত্বে সহ¯্রাধিক আ’লীগের তৃর্ণমূল নেতাকর্মীদের একটি বিশাল শোক র্যালি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
সভায় নাটোর জেলা আ’লীগের সহ-সভাপতি ও সাবেক শেরকোল ইউপি চেয়ারম্যান অধ্যাপক শামসুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিংড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান কামরান, উপজেলা আ’লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল ওয়াদুদ দুদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক খ. ম. মশিউর রহমান, উপ-সম্পাদক রেজাউল করিম রেজা, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জালাল উদ্দিন, জেলা কৃষক লীগের সহ-সভাপতি আনিছুর রহমান, পৌর আ’লীগের সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান রনজু, যুগ্ম সম্পাদক ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র আদনান মাহমুদ, বঙ্গবন্ধু পরিষদের আহবায়ক শাহরিয়ার পায়েল, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শামসুল আলম সামী, আ’লীগের সভানেত্রী রহিমা বেগম প্রমূখ।


