
তবে গড় পাশের হারের দিক থেকে মেয়েরা রয়েছে এগিয়েছ।
রাজশাহী বোর্ডের ফলাফল সূত্র জানায়, এই বছর নাটোর জেলায় মোট পরীক্ষার্থী ছিল ১২হাজার ৭৮৮জন। এরমধ্যে পাস করেছে ৯হাজার ৮০৩জন। জিপিএ-৫ পেয়েছে মোট ২৮৪জন।
মোট ১২হাজার ৭৮৮জন পরীক্ষার্থীর মধ্যে ছেলে রয়েছে ৬৮৬৪জন। পাশ করেছে ৫হাজার ৪জন। জিপিএ-৫ পেয়েছে ১৫০জন। ছেলেদের গড় পাসের হার ৭২দশমিক ৯০শতাংশ।
এই বছর মোট মেয়ে পরীক্ষা দেয় ৫হাজার ৯২৪জন। পাস করেছে ৪হাজার ৭৯৯জন। মেয়েদের জিপিএ-৫ পেয়েছে ১৩৪জন। আর গড় পাসের হার ৮১ দশমিক ০১ শতাংশ।



