নাটোর জেলায় গড় পাসের হার ৭৬দশমিক ৬৬, মেয়েরা এগিয়ে

নাটোর: উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা ২০১৯-এর ফলাফলে নাটোর জেলায় গড় পাসের হার ৭৬দশমিক ৬৬ শতাংশ। এই বছর মোট জিপিএ-৫ পেয়েছেন ২৮৪জন শিক্ষার্থী।

তবে গড় পাশের হারের দিক থেকে মেয়েরা রয়েছে এগিয়েছ।

রাজশাহী বোর্ডের ফলাফল সূত্র জানায়, এই বছর নাটোর জেলায় মোট পরীক্ষার্থী ছিল ১২হাজার ৭৮৮জন। এরমধ্যে পাস করেছে ৯হাজার ৮০৩জন। জিপিএ-৫ পেয়েছে মোট ২৮৪জন।

মোট ১২হাজার ৭৮৮জন পরীক্ষার্থীর মধ্যে ছেলে রয়েছে ৬৮৬৪জন। পাশ করেছে ৫হাজার ৪জন। জিপিএ-৫ পেয়েছে ১৫০জন। ছেলেদের গড় পাসের হার ৭২দশমিক ৯০শতাংশ।

এই বছর মোট মেয়ে পরীক্ষা দেয় ৫হাজার ৯২৪জন। পাস করেছে ৪হাজার ৭৯৯জন। মেয়েদের জিপিএ-৫ পেয়েছে ১৩৪জন। আর গড় পাসের হার ৮১ দশমিক ০১ শতাংশ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *