
সমকাল সুহৃদ সমাবেশ নাটোর জেলা শাখার পক্ষ থেকে অসহায় ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়। মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে সমকাল সুহৃদ সমাবেশের পক্ষ থেকে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। সমকাল সুহৃদ সমাবেশ নাটোর জেলা শাখার পরিচিতি সভার অনুষ্ঠানে অর্ধশত অহসায় মানুষদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। দিঘাপতিয়া এমকে কলেজ মিলনায়তনে সমকাল সুহৃদ সমাবেশের জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন প্রফেসর অলোক কুমার মৈত্র।


এদিকে সমকাল সুহৃদ সমাবেশর কম্বল পেয়ে সদর উপজেলার হাগুরিয়া গ্রামের সত্তোর্ধ ফুলজান বিবি আবেগ আপ্লুত কন্ঠে বলেন, এই হিয়ালে কম্বল পাইয়া জার থাইক্যা বাঁচনু বাবারা । তার তো কেউ নাই। তাই কেউ কিছু দিলে জানতে পারিনা। মানুষের কাছে থেকে যা পাই তা দিয়েই তার জীবন চলছে। ছেঁড়া একখান কাঁথা ও মানুষের দেয়া গায়ের চাদর উইড়া এবারের হিঁয়াল কাটছেনা। আজকের এই কম্বল জার থেকা বাঁচতে পারমু 
কম্বল বিতরণ শেষে সমকাল সুহৃদ সমাবেশের নতুন কমিটির পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।



