
বৃহস্পতিবার লালপুর উপজেলা মিলনায়তনে লালপুর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এড. আবুল কালাম আজাদ।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসহাক আলী, উপজেলার সকল ইউনিয়ন ও পৌর আওয়ামীরীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং জনপ্রতিনিধিবৃন্দ। এ ছাড়া সভায় শোকের মাস আগস্ট উপলক্ষে দলীয় কর্মসূচী বিষয়ে আলোচনা করা হয়।



