নাটোরের গুরুদাসপুরে ঋণের কিস্তি তুলছে এনজিওগুলো

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর, নাটোর॥
করোনা পরিস্থিতিতে সরকারী নির্দেশনা অমান্য করে নাটোরের গুরুদাসপুরে ঋনের কিস্তি আদায় শুরু করেছেন বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠান(এনজিও)। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে আশা, আরআরএফ, আভাসহ বিভিন্ন বেসরকারী সংস্থা। লকডাউন শিথিলতার সুযোগে কিস্তি আদায় শুরু করেছে তারা। আগামী ৩০ জুনের আগে ঋনের কিস্তি আদায় করা যাবে না, সরকারী নির্দেশনায় এমনটি বলা হলেও তাতে ভ্রুক্ষেপ নেই এনজিওগুলোর।

আজ শনিবার (৬ জুন) শনিবার উপজেলার ধারাবারিষা ইউনিয়নের শিধুলী গ্রামে আশা, বেলা ১ টার দিকে চাঁচকৈড় বাজারে আভা সংস্থার কর্মিদের কিস্তি আদায় করতে দেখা গেছে।

জানা গেছে, সম্প্রতি লকডাউন শিথিল করার পর থেকে স্থানীয় এনজিওগুলো পুরোদমে তাদের অফিস খুলে কার্যক্রম শুরু করেছে।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ঋণগ্রহিতা জানান, এনজিও কর্মিরা ঋনের কিস্তি আদায়ে চাপ সৃষ্টি করছেন। তারা জানাচ্ছেন, কিস্তি না দিলে পরবর্তীতে আর ঋণ দেয়া হবে না। তাদের চাপে কিস্তি দিতে বাধ্য হচ্ছেন ঋণগ্রহীতারা।

এ ব্যাপারে জানতে চাইলে আভা ডেভোলেপমেন্ট সোসাইটি’র এক কালেকশন কর্মকর্তা বলেন, “উপরের নির্দেশে কিস্তি আদায় শুরু করা হয়েছে। তবে স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব নিশ্চিত করেই কিস্তি আদায় করা হচ্ছে।”

গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তমাল হোসেন জানান, “ঋনগ্রহিতা কাউকে চাপ সৃষ্টি করে কোন সংস্থা কিস্তি আদায় করতে পারবে না। এরুপ অভিযোগ পেলে আমরা তদন্ত করে ব্যবস্থা নেবো।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *