নাটোরে ডোবা থেকে ইজিবাইক চালকের মৃতদেহ উদ্ধার।
নাটোর:নাটোরে ডোবা থেকে জহির উদ্দীন (৫৫) নামের এক ইজিবাইক চালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহষ্পতিবার সকালে সদর উপজেলার ছাতনী বুড়িবটতলা এলাকার একটি পরিত্যাক্ত ডোবায় ইজিবাইক চালকের মৃতদেহ ভাসতে দেখা যায়। জহিরের বাড়ি শহরের তেবাড়িয়া এলাকায়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দীন আহমেদ জহিরের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিলেন জহির। বুধবার দিনভর পরিবার ও আত্নীয়স্বজন জহিরের খোঁজ করে। বৃহষ্পতিবার সকালে ৮টার পর ছাতনী বুড়িবটতলা সংলগ্ন একটি পরিত্যাক্ত ডোবায় একটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে। এসময় মৃতদেহটি নিখোঁজ ইজিবাইক চালক জহিরের বলে নিশ্চিত হয়। মৃতদেহটি বর্তমানে নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ধারনা করা হচ্ছে ইজিবাইকটির জন্যই এ হত্যাকান্ড ঘটানো হয়েছে।
ওসি আরো জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। মামলা হওয়া সাপেক্ষে তদন্ত করে হত্যাকারীদের খুঁজে বের করার চেষ্টা করা হবে।