
দৈনদিন্দ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পয়ঃনিষ্কাশন কর্মে নিয়োজিত হরিজন পল্লীর নারী-পুরুষদের মধ্যে কম্বল বিতরণ করেছেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য রত্না আহমেদ।
আজ শুক্রবার সকালে শহরের কানাইখালীস্থ নিজ বাসভবনে সাংসদের ব্যক্তিগত তহবিল থেকে হরিজন সম্প্রদায়ের প্রায় ৮০০ নারীর মাঝে এসব কম্বল বিতরণ করেন তিনি।

এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।



