নাটোরে গ্রামীন সড়কে ভারী যানবাহন বন্ধের দাবী

বড়াইগ্রামঃ নাটোরের বড়াইগ্রামে গ্রামীন রাস্তায় ভারী যানবান চলাচল বন্ধের দাবিতে বনপাড়া বাজার ও মেরিগাছা গ্রামীন রাস্তার মোড়ে মানববন্ধন করেছে এলাকাবাসী।এ দাবিতে ইউএনও আনোয়ার পারভেজের কাছে একটি স্মারকলিপি পেশ করেছেন তারা।

বুধবার সকালে এ মানববন্ধন থেকে বক্তারা বলেন, বনপাড়া হতে মেরিগাছা গ্রামীন রাস্তায় সবসময় বানিজ্যিক ফিড মিলের ভারী যানবাহন চলাচল করে আর সেই যানবাহনের কারণে রাস্তায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। জন সাধারণের চলাচলের পক্ষে বেহাল অবস্থায় পরিণত হয়েছে। রাস্তাটি দিয়ে মেরিগাছা, চুলকাটি, ঢুলিয়া, মাঝগ্রাম, মাধাইমুড়ি, মালিপাড়া ও বনপাড়া এলাকার জন সাধারণ, স্কুল কলেজের শিক্ষার্থীরা চলাচল করে। বর্তমানে রাস্তাটির বেহাল অবস্থার কারণে স্বাভাবিক চলাফেরা করা অসম্ভব হয়ে পড়েছে। রাস্তাটি ভেঙ্গে যাওয়ার কারণে ভ্যান চালকরা যাত্রী নিয়ে বনপাড়া শহরে যাতায়াত করতে প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হচ্ছে। এছাড়াও বৃষ্টি হলে রাস্তার বিভিন্ন ভাঙ্গা স্থানে পানি জমে থাকায় যানবাহন ও জনসাধারণ দুর্ঘটনার শিকার হচ্ছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় নির্মাণ শ্রমিক জোটের সাধারণ সম্পাদক তফিজুল ইসলাম পারুল, বনপাড়া পৌরসভার ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান পাঠান, মুক্তার হোসেন, নির্মাণ ফেডারেশনের নাটোর জেলা কমিটির সভাপতি ইউসুফ আলী প্রমুখ।

মালিপাড়া এলাকায় একটি বানিজ্যক ফিড মিল আছে যার প্রতিদিন গাড়ি চলাচলের সংখ্যা ২৫ থেকে ৩০ টি। এই গাড়িগুলো ওভার লোড নিয়ে গ্রামীন রাস্তায় চলাচল করে ফলে রাস্তাটি ভেঙ্গে চলাচলের অনুপযোগী হয়ে দাড়িয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *