
নলডাঙ্গা থানার উপ-পরিদর্শক আনিছুর রহমান জানান, শনিবার বিকেলে ভিআইপি রোডের দেওয়ান গার্মেন্টেসের মালিক সামাদ দেওয়ানের কাছে একদল হিজড়া ঈদ বোনাস দাবী করে। সামাদ তাদের সামান্য কিছু টাকা দিলে তা না নিয়ে জোর করে ক্যাশ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে বসার কাঠের টুল দিয়ে দোকান মালিক সামাদ মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে। খবর পেয়ে পুলিশ এসে ৫ হিজড়াকে আটক করে থানায় নিয়ে যায় ও পরে আলাপ আলোচনা করে হিজরাদের ছেড়ে দেয়।



