নাটোরে নারী উদ্যোক্তাদের নিয়ে দেশী পণ্যের বাজার

নাটোর অফিস॥
নাটোরের সিংড়ায় নারী উদ্যোক্তাদের নিয়ে দুই দিনব্যাপী দেশীয় পণ্যের হাট বাজারের আয়োজন করা হয়। উইমেন্স এন্ড ই-কমার্স (উই) এর উদ্যোগে উপজেলা অডিটরিয়াম হলরুমে এই আয়োজন করা হয়। এতে বিভিন্ন পণ্যের ২২টি স্টল রয়েছে। আজ শনিবার ও কাল রোববার সকাল ১০টা থেকে চারটা পর্যন্ত এই আয়োজন চলবে।
সংগঠনের জেলা প্রতিনিধি জ্যোতি সরকার জানান, নিজস্ব পণ্য কিনে দেশের টাকা দেশে রাখার প্রত্যয় নিয়ে প্রথমবারের মতো নাটোরের সিংড়ায় দেশীয় পণ্যের হাট বাজারের আয়োজন করা হয়েছে। এতে ২২জন নারী উদ্যোক্তা তাদের পণ্যের পসরা সাজিয়ে বসেছেন। এই হাটবাজারে শাড়ি, পাঞ্জাবী, থ্রি পিচ, কাথা, চামড়াজাত ও পাটজাত পণ্য, হাতে তৈরি অলংকার, হেয়ার ওয়েল, রান্নার মসলা, শুটকি, আচারসহ বিভিন্ন সামগ্রী পাওয়া যাচ্ছে। নারী উদ্যোক্তাদের সক্ষমতা তৈরি, নেটওয়ার্ক সম্প্রসারণ, পরামর্শ প্রদান এবং স্থানীয় ও বৈশ্বিক বাজারের সঙ্গে সংযোগের সুযোগ করে দেওয়া এমন আয়োজনের উদ্দেশ্য বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *