
আদালত সুত্রে জানাযায় ,জতেনদর দাস ভারতের ভাগলপুর জেলার মধুপুর থানার গ্রামের সীতারাম দাসের ছেলে। ২০১৭ সালের ১৮ নভেম্বর বিনা পাসপোর্টে ভারত হতে বাংলাদেশে আসার অপরাধে বাগাতিপাড়া থানার পুলিশ তাকে আটক করে। এ ব্যাপারে মামলা হলে বিচারিক হাকিম মেহেদী হাসান তাকে এক বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন।
জতেনদর দাস এক বছরের দন্ডপ্রাপ্ত হলেও সে দেড় বছরেরও বেশি সময় ধরে হাজতবাস করছেন। তার কোনো জিম্মাদার বা তদবির কারক না থাকায় তিনি দেশে ফিরতে পারছেন না। এ কারণে তিনি ভারতীয় হাই কমিশন অথবা মানবাধিকার কর্মীদের সহযোগিতা চেয়েছেন।
আদালতের পিপি রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।



