
জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা যায়, ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষায় নতুন পুরুষ পদে-২৩ জন; নতুন নারী পদে-৪ জন; বিশেষ কোটায় অপূরণকৃত পদে পুরুষ-২৪ জন; বিশেষ কোটায় অপূরণকৃত পদে নারী-১৮ জন; সর্বমোট- ৬৯ জনকে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে ।
আগামী ২২/০৬/২০১৯ ইং তারিখে নাটোর পুলিশ লাইন্স মাঠে এ পদে নাটোর জেলার নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন বলেন, নিয়োগ পরীক্ষা স্বচ্ছ ও প্রশ্নাতীত রাখার জন্য সবদিকে দৃষ্টি রাখা হয়েছে। এজন্য ইতোমধ্যে দুইজন অতিরিক্ত পুলিশ সুপারকে দায়িত্ব দেয়া হয়েছে। পরীক্ষায় অবতীর্ণরা সতর্ক হলেই উদ্দেশ্য সার্থক হবে।



