নাটোরে একসাথে জন্ম নেওয়া চার সন্তানের একজন মারা গেছে
নাটোর অফিসঃ নাটোরে শাহিদা বেগম(৩০) নামে এক বধূর গর্ভে একসঙ্গে জন্ম নেওয়া চার নবজাতকের একজন মারা গেছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে সে মারা যায়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসা চলাকালীন সময়ে মারা গেছে ৫০০ গ্রাম ওজন নিয়ে জন্ম নেওয়া কন্যা সন্তান মারিয়া। বিষয়টি নিশ্চিত করেছেন শাহিদার স্বামী মিলন হোসেন।
এখন পর্যন্ত তিন নবজাতককে হাসপাতালের ২৬ নাম্বার ওয়ার্ডের আইসিইউ রাখা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, বিয়ের ১১ বছর পর এক সাথে চার সন্তানের জন্মের পরপরই কৃষক দম্পতি আনন্দে তাদের নাম রেখেছিলেন মঞ্জিলা, মনিরা, শাহাদত এবং মারিয়া। বর্তমানে আইসিসিইউ রয়েছে মঞ্জিলা, মনিরা ও শাহাদত।