ভবিতব্য কি?
দেবাশীষ সরকার
তোমার ব্যর্থতার পাল্লা
ভারি হতে হতে এক সময়
তোমার সফলতারা
ইতিহাস হয়ে যাবে!
স্মৃতি হাতরে হাতরে
মুখরোচক গল্পে রূপান্তরিত সে সব ইতিহাস;
তখন তুচ্ছ ত্যাচ্ছিল্যে মুখে মুখে ফরবে
নবীনদের আড্ডায়।
কখনো সখনো কেউ একজন
সহর্মমীতার আবেগে আচ্ছাদন দিতে চাইবে
হয়তো সেই সফল ইতিহাসের!
কিন্তু দলীয় হল্লার কাছে করুন, আহা!
শব্দটাও মিলিয়ে যাবে বাতাসে।
কি নির্মম আমাদের ভবিতব্য না!!??
কাজের মূল্যায়ন!
নাকি অবমূল্যায়ন!
নাকি প্রশংসা?
নাকি কাজ শেষে
প্রাপ্তির একটুকু আশা প্রেরনা দেয় নব উদ্দামের?
নাকি আগ্রহ মরে যেতে যেতে
এক সময় উদ্দাম সৃস্টিশীলতা সব হারিয়ে যায় বন্ধু?
কচু শাক ও আজকাল খুব আক্কারা,
সজনে ডাঁটারা
তরকারির মেনু থেকে বাদ পড়েছে অনেককাল হয়,
পাতাই সম্বল এখন হয়তো।
রক্তলাল মাংশরা কিংবা সাদা মিন সন্তানেরা
সেতো বসবাস কল্পনায়!
লাউ, কুমড়ো আর সবুজেরাও স্মৃতি।
তাই গভীরতার আড়ালে
পেটের ক্ষুধা অন্বেষনে
হারিয়ে যাবে পিঠের কোমলতা কিংবা প্রাণটাও;
তবু পথ চলার তো আর থাকবে না অবসর।