নাটোরের জেলা প্রশাসকসহ ৫ জনের বিরুদ্ধে চাল মিলারদের মামলা

নাটোর অফিস॥ চাল সরবরাহকারী মিলারদের সাথে চুক্তিতে অনিয়মের অভিযোগ এনে নাটোরের জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজসহ খাদ্য সংশ্লিষ্ট বিভিন্ন সরকারী দপ্তরের ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছেন বড়াইগ্রামের বঞ্চিত মিল মালিকরা।

মঙ্গলবার বিকেলে নাটোরের বড়াইগ্রাম সহকারী জজ আদালতের বিচারক মোঃ তারিকুল ইসলাম এর আদালতে এই মামলা দায়ের করা হয়। শুনানী শেষে মামলার বিবাদীদের আগামী ১০ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয়।

মিলারদের পক্ষে মামলা পরিচালনা করেন এ্যাড প্রসাদ কুমার তালুকদার।

বিবাদী ওই পাঁচ কর্মকর্তা হলেন প্রশাসক, জেলা খাদ্য নিয়ন্ত্রক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক, বড়াইগ্রাম উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও বড়াইগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা।

মামলার এজাহারে বলা হয়, চলতি বছর বড়াইগ্রামে সরকারীভাবে চাল সরবরাহকারী মিলারদের সকল কিছু বিবেচনা করে ৭৮টি মিলকে উপযুক্ত ঘোষণা করে উপজেলা কমিটি খাদ্য সংগ্রহ কমিটি। তারা চুক্তি সম্পাদনের শর্ত মতে সরকারি কোষাগারেে টাকা জমাও দেন। এর মধ্যে চুক্তি করতে ৫৫ জন চাল মিলারের কাগজ জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে পাঠান উপজেলা খাদ্য নিয়ন্ত্রক। এ সময় বাদ দেওয়া হয় ২৩জন মিল মালিককে। একাধিকবার খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে যোগাযোগ করেও কোন ফলাফল না পেয়ে মঙ্গলবার আদালতের আশ্রয় নেন চাল মিলালরা।

এ ব্যাপারে জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ বলেন, মামলা দায়েরের বিষয়টি শুনেছি। খোঁজ নিয়ে দেখা হবে বিষয়টি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *