নাটোরে ওষুধসহ পচা ও মেয়াদোর্ত্তীণ পণ্য বিক্রি॥ ৪ ব্যবসায়ীর ১১লক্ষাধিক টাকা জরিমানা

নাটোর অফিস॥ নাটোরে পচা ফল,ফিজিশিয়ান স্যাম্পল ঔষধ ও মেয়াদোর্ত্তীণ পণ্য বিক্রির দায়ে ৪ ব্যবসায়ীর ১১লাখ ৬০ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত। শনিবার দিনভর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালায় র‌্যাবের ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন শহরের মাদ্রাসা মোড় এলাকার মেসার্স লার্জ ফার্মার স্বত্তাধিকারী মাহতাব আলীকে ৫ লাখ টাকা, এসএম প্রডাক্টের আব্দুর রাজ্জাককে ৬ লাখ টাকা এবং ফল ব্যবসায়ী মানিক চন্দ্র মানিক ও গোপাল চন্দ্র দত্তকে ৩০ হাজার টাকা করে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

র‌্যাব সুত্রে জানা যায়, শনিবার নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনাব নিজাম উদ্দিন আহম্মেদ, র‌্যাব সদর দপ্তর, ঢাকা, ড্রাগস সুপার জনাবা মাখনুওন তাবাসছুম ও স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক উদয় কুমার সরকারের যৌথ নেতৃত্বে র‌্যাবের ভ্রাম্যমান আদালত শহরের মাদ্রাসা মোড়ের মেসার্স লার্জ ফার্মা সহ বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালায়।

র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পাণী কমান্ডার এএসপি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পচা ফল, ফিজিশিয়্যান স্যাম্পল ঔধষ ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস্্ তৈরী, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ওই চার ব্যবসায়ীকে জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। পরে ভ্রাম্যমান আদালতের নির্দেশে জব্দকৃত ফিজিশিয়্যান স্যাম্পল ঔধষ নাটোর জেনারেল হাসপাতালে হস্তান্তর এবং পচা ফল ধ্বংস করা হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *