নাটোরের ৫ উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহন শুরু

নাটোর ॥  সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নাটোরের ৫টি উপজেলায় পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহন শুরু হয়েছে।
রোববার সকাল ৮টার আগে থেকেই নাটোরের সিংড়া, গুরুদাসপুর, বড়াইগ্রাম, লালপুর ও বাগাতিপাড়া উপজেলার ৪৩৭টি কেন্দ্রে ভোট দিতে আসতে শুরু করেছেন ভোটাররা।
সকালে সিংড়া গোলই আফরোজ সরকারী কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী শফিকুল ইসলাম শফিক। আর দোয়াত কলম প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আদেশ আলী সরকার ভোট দিয়েছেন শেরকোল ইউনিয়নের ভাগনাগরকান্দি উচ্চ বিদ্যালয়ে।
ভোট শুরুর প্রথম ঘন্টায় নাটোরের সিংড়া উপজেলার অন্তত ৫টি কেন্দ্রে ভোটারদের সন্তোষজনক উপস্থিতি লক্ষ করা গেছে। তবে দিনের শুরুতেই নারী ভোটারদের উপস্থিতি কম লক্ষ্য করা গেছে। বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়ার আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
নির্বাচনী এলাকাস্থ ভোটকেন্দ্র ও সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় দেড় হাজার পুলিশ সদস্য এবং ৫ হাজার ২৪৪ জন আনছার সদস্য দায়িত্ব পালন করছেন। একইসাথে প্রতিটি নির্বাচনী এলাকায় মোতায়েন রয়েছে দুই প্লাটুন করে বিজিবি। সঙ্গে রয়েছে র‌্যাব সদস্যরাও। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোতায়েন রয়েছে ভ্রাম্যমান আদালতও।
নাটোরের পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন জানান, সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা যাতে নির্বিঘেœ ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করা হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *