নাটোরে আ’লীগের বিদ্রোহী প্রার্থীর পোস্টারিংকালে সংঘর্ষ, নারীসহ ৫জন আহত
নাটোর অফিস॥ নাটোরের গুরুদাসপুরে উপজেলা নির্বাচনী সহিংসতায় আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ পাঁচজন গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। উপজেলার ধারাবারিষা ইউনিয়নের দাদুয়া গ্রামে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, সোমবার সকাল ৮টায় স্থানীয় সংসদ সদস্য আব্দুল কুদ্দুসের সমর্থকেরা আওয়ামীলীগের ঘোড়া প্রতিকের বিদ্রোহী প্রার্থী আনোয়ার হোসেনের পোষ্টার লাগানোর জন্য প্রচারে নামলে নৌকা প্রতিকের সমর্থকেরা তাদের ওপর হামলা চালায়। এতে বিদ্রোহী প্রার্থীর সমর্থক আজিজুল (৫৫), উজ্জল (২০), কিরণ (১৮), বিউটি খাতুন (৪০) ও শাহানাজ বেগম (৩৫) গুরুতর আহত হন।
আহতরা জানায়, রোববার রাতে দাদুয়া গ্রামের নৌকা সমর্থক আমানত হাজী, রাশেদুল ইসলাম, মোমিন, মোবারক, ফারুক, রতন, জাম্বু প্রমূখ বিদ্রোহী গ্রুপের সমর্থক মোতালেব হোসেনকে তাদের সাথে কাজ করার প্রস্তাব দেয়। কিন্তু বিদ্রোহী গ্রুপের সমর্থকেরা তাদের প্রস্তাবে সাড়া না দেয়ায় নৌকা প্রতিকের সমর্থকেরা ওই সহিংস ঘটনার সুত্রপাত ঘটায়।
এ নিয়ে সাংসদ কুদ্দুস গ্রুপের সমর্থক আমজাদ হোসেনের ছেলে আব্বাস আলী বাদী হয়ে গুরুদাসপুর থানায় লিখিত অভিযোগ দেন।
গুরুদাসপুর থানার ওসি মো. সেলিম রেজা জানান, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।
এর আগে রোববার রাত ১০টার দিকে পৌর এলাকার চাঁচকৈড় খলিফাড়ায় আওয়ামীলীগ দলীয় প্রার্থী জাহিদুল ইসলামের কর্মি সমর্থকদের সাথেও বিদ্রোহী প্রার্থী এমপি গ্রুপের আনোয়ার হোসেনের কর্মি সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
থানার ওসি সেলিম রেজা জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে নির্বাচনী সহিংসতার আশঙ্কায় উপজেলার বিভিন্ন পয়েন্টে পুলিশি টহল জোরদার করা হয়েছে।