নাটোর থেকে মন্ত্রীসভার শপথের ডাক পেলেন পলক
নাটোর থেকে মন্ত্রীসভার শপথের ডাক পেলেন পলকনাটোরঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয় বারের মতো নির্বাচিত হয়ে মন্ত্রীপরিষদ সদস্য হওয়ার জন্য শপথের আমন্ত্রণ পেয়েছেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য জুনাইদ আহমেদ পলক।
রোববার দুপুর ১টার দিকে আগামীকাল শপথের জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়।
পলককে শপথের আমন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছেন তার সহধর্মীনি আরিফা জেসমিন কনিকা ও একান্ত ব্যক্তিগত কর্মকর্তা মাওনালা রুহুল আমিন।
ধারণা করা হচ্ছে জুনাইদ আহমেদ পলক এবার মন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন।
এর আগে জুনাইদ আহমেদ পলক তথ্য ও যোগাযযোগ প্রযুক্তি মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, নতুন সরকারে ৪৬ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী এবার শপথ নেবেন। এরমধ্যে ২৪ জন মন্ত্রী, ১৯ প্রতিমন্ত্রী ও তিনজন উপমন্ত্রী হচ্ছেন।