পাঁচটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে ও ১৮ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর

নাটোর অফিস।।
নাটোরের লালপুরে অনুমোদনহীন পাঁচটি ইটভাটায় অভিযান চালিয়ে ইট ভাটাগুলি গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসময় পাঁচটি ভাটায় ১৮ লাখ টাকা জরিমানা ও ভাটাগুলো কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (০২ জানুয়ারি) সকাল বিকেল পর্যন্ত চলা অভিযানে এই নির্দেশ দিয়েছেন পরিবেশ অধিদপ্তরের ঢাকা সদর দপ্তরের নির্বাহী ম্যাজিসস্ট্রেট মোঃ রেজওয়ান উল ইসলাম। এ সময় প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর নাটোরের সহকারী পরিচালক মোঃ রফিকুল ইসলাম। অভিযানে সেনাবাহিনী সদস্যরা উপস্থিত ছিলেন ।
ভাটাগুলি হলো-এসবিআর,এসআরবি,এএমভি, ভিএসএল, মেসার্স স্মার্ট ব্রিকস ইটভাটা।
নাটোরে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: রফিকুল ইসলাম জানান, পরিবেশ অধিদপ্তরের নির্দেশনা অমান্য করে ছাড়পত্র ছাড়া ফসলি জমির ওপর ভাটা তৈরি করে ইট পোড়ানো হচ্ছিল। অবৈধ ইটভাটার বিষয়ে জানতে পেরে পরিবেশ অধিদপ্তর বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত অভিযান চালায়। অভিযানে পরিবেশ অধিদপ্তর ঢাকা সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রেজওয়ান উল ইসলাম পাঁচটি ইটভাটায় ১৮ লাখ টাকা জরিমানা করেছেন। অবৈধ ভাটাগুলোর একাংশ ভেকু দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। পরে ওই ইটভাটাগুলোতে ইট তৈরি ও পোড়ানো বন্ধ ঘোষণা করেছেন তিনি। আগামীতেও এই অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি।’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *