নাটোরে কর্মসংস্থান সহায়তায় পাবে ৯২ প্রতিবন্ধী

নাটোরঃ নাটোরের ৯২ প্রতিবন্ধী প্রশিক্ষণ ও কর্মসংস্থানের জন্য সুযোগ পেয়েছে। পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র ও ইনক্লুসিভ জব সেন্টারের কারিগরী সহায়তায় দক্ষতা ও পারদর্শিতা যাচইয়ের প্রাথমিক ধাপ শেষে জেলার ১০৬ জন প্রতিবন্ধীর মধ্যে থেকে ওই ৯২ জনকে নির্বাচিত করা হয়। এ যাচাই-বাছাই ও প্রাথমিক নির্বাচন উপলক্ষ্যে শনিবার শহরের হরিশপুর এলাকায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের উপ-পরিচালক (বাস্তবায়ন) শেখ মোহাম্মদ মোতালিব। এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইআরসিপিএইচ-এর প্রোগ্রাম ম্যানেজার হাবিবুর রহমান, প্রতিবন্ধী সংগঠন নন্দনের সভাপতি ইদ্রিস আলী, ফিজিওথেরাপি কনসালটেন্ট নাসরিন সুলতানা প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ভক্ত প্রসাদ দাস। বাছাইকৃত প্রতিবন্ধীদের পর্যায়ক্রমে রাজশাহী, গাজীপুর ও ঢাকায় প্রশিক্ষণ প্রদান ও কর্মসংস্থানে সহায়তা করা হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *