নাটোর-৩: পলকের ২৭টি বিশেষ নির্বাচনী অঙ্গীকার

নাটোরঃ এক দশকে এগিয়ে যাওয়া সিংড়াকে আধুনিক, নিরাপদ, তারুণ্যময় ও উন্নত করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে ২৭ দফা অঙ্গীকারসহ নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন নাটোর-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। কৃষি খাতকে উপজীব্য করে কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠা, সুস্বাস্থ্য ও সমন্বিত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, মানসম্পন্ন শিক্ষা ও যোগ্যতাভিত্তিক কর্মসংস্থান, আধুনিক অবকাঠামো নির্মাণ, ক্রীড়া-সংস্কৃতির মাধ্যমে সুস্থ্য ধারার বিনোদনের ব্যবস্থা, দারিদ্র দূরীকরণ, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা, নারীর ক্ষমতায়ন, টেকসই উন্নয়ন এবং সিংড়ার জন্য বাস্তবায়নযোগ্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা স্থান পেয়েছে ইশতেহারে।

* পলকের ২৭টি বিশেষ অঙ্গীকারঃ
১। সিংড়ায় একটি ‘হাই-টেক পার্ক ’ স্থাপন ও একটি ‘শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার’ স্থাপন করা হবে।যেখানে পর্যায়ক্রমে প্রায় ২০,০০০ দক্ষ তরুণ -তরণীর কর্মসংস্থান হবে।
২। ‘চলনবিল উন্নয়ন প্রকল্প’ বাস্তবায়নের মাধ্যমে কৃষক ভাইদের কৃষি খাত হতে অর্জিত আয় বৃদ্ধির ব্যবস্থা করা হবে।
৩।সকল কৃষককে বৈদ্যুতিক সেচ সংযোগ সুবিধার আওতায় আনা হবে।
৪। পাইলট প্রকল্পের মাধ্যমে সিংড়ায় কয়েকটি গ্রামে কৃষি সহ গ্রামীণ জীবনের ডিজিটাল প্রযুক্তি ও হার্ডওয়্যার ব্যবহারের মাধ্যমে পরীক্ষামুলকভাবে ডিজিটাল ভিলেজ প্রতিষ্ঠা করা হবে।
৫। কৃষি ভিত্তিক শিল্প স্থাপনের মাধ্যমে অদক্ষ ও স্বল্প-দক্ষদের জন্য কর্ম সংস্থানের ব্যবস্থা করা হবে।
৬। সিং উপজেলা হাসপাতালটি ১০০ শয্যায় উন্নীত করা হবে।
৭। নিয়মিতভাবে বিশেষজ্ঞ ডাক্তারদের দ্বারা ‘চক্ষু ক্যাম্প’ পরিচালনার মাধ্যমে হত দরিদ্র মানুষের জন্য দৃষ্টি সুরক্ষা সেবা নিশ্চিত করা হবে।
৮। টেলিমেডিসিন সেবা সম্প্রসারনের মাধ্যমে শহরের বিশেষজ্ঞ ডাক্তারদের উন্নত চিকিৎসা সেবা প্রাপ্তি ব্যবস্থা গ্রহণ করা হবে।
৯। শিক্ষা মন্ত্রনালয়ের অধীন সম্পুর্ণ সরকারিভাবে পরিচালিত একটি‘ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ’সিংড়ায় প্রতিষ্ঠা করা হবে।
১০। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের অধীন পরিচালিত একটি ‘সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র’ সিংড়ায় স্থাপন করা হবে।
১১। শিক্ষার গুণগত মান বৃদ্ধি কল্পে শিক্ষকদের যথাযথ প্রশিক্ষণের পাশাপাশি গণিত ক্যাম্প,বিজ্ঞান ক্যাম্প,ইংরেজি ক্যাম্প ইত্যাদির ব্যবস্থা করা হবে।
১২। অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের উচ্চতর শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে বিশেষ বৃত্তি প্রদান করা হবে।
১৩। সিংড়ায় ঘুষ,দুর্ণীতি ও হয়রানিমুক্ত পরিবেশ,জনবান্ধব জনপ্রশাসন প্রতিষ্ঠার মাধ্যমে সুশাসন নিশ্চিত করা হবে।
১৪। আেিনর যথাযথ প্রয়োগ ও সর্বাত্মক সামাজিক প্রতিরোধের মাধ্যমে মাদক,সন্ত্রাস ও জঙ্গীবাদ মুক্ত নিরাপদ সিংড়া প্রতিষ্ঠা করা হবে।
১৫। নাটোর-বগুড়া মহাসড়ক প্রশস্তকরণ প্রকল্প বাস্তবায়ন করা হবে এবং সড়ক নিরাপত্তা জোরদার করা হবে।
১৬। সিংড়া উপজেলাকে শতভাগ বিদ্যুৎ সংযোগের আওতায় আনা হবে এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে।
১৭। সিংড়া শহর রক্ষা বাঁধ নির্মাণের মাধ্যমে নদী ভাঙ্গননের কবল থেকে সিংড়া পৌর এলাকাকে সুরক্ষা করা হবে।
১৮। সিংড়া উপজেলার অর্ন্তগত সকল গ্রামকে পাকা সড়ক দ্বারা সিংড়া সদরের সাথে সংযুক্ত করা হবে।
১৯। গৃহহীনদের গৃহ প্রদান কার্যক্রম সম্প্রসারণ করে সিংড়ায় ভুমিহীণন সকল পরিবারের জন্য ক্রমান্বয়ে গৃহের ব্যবস্থা করা হবে।
২০। সিংড়ায় একটি কেন্দ্রিীয় মসজিদ ও ইসলামী সেন্টার স্থাপন করা হবে।
২১। সিংড়ায় একটি আধুনিক স্টেডিয়াম নির্মাণ করা হবে।
২২। সিংড়ায় একটি আধুনিক শিশু পার্ক স্থাপন করা হবে।
২৩। সিংড়ায় একটি আধুনিক অডিটেরিয়াম নির্মাণ করা হবে।
২৪। নতুন সুবিধাভোগী নির্বাচনের সময় যথাযথ যাচাই বাছাই প্রক্রিয়া অনুসরণ নিশ্চিত করে প্রকৃত অর্থে সুবিধা বঞ্ছিত মানুষদের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনা হবে।
২৫। গর্ভধারণ কালে মায়ের সুস্বাস্থ্য নিশ্চিতকল্পে,সার্বক্ষণিক ও প্রয়োজনীয় বিশেষজ্ঞ পরামর্শ সেবা প্রদানের নিমিত্তে ই-সেবা ,মাতৃকালীন বিশেষ সেবা ইত্যাদির ব্যবস্থা করা হবে।
২৬। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নারী শিক্ষক ও ছাত্রীদের জন্য মান সম্পন্ন পৃথক টয়লেট স্থাপন/সংস্কার করা হবে।
২৭। ইভটিজিং,যৌতুকসহ নারী রির্যাতন ও বৈষম্যমুলক আচরণের বিরুদ্ধে সর্বাত্মক সামাজিক ও রাষ্ট্রীয় প্রতিরোধের মাধ্যমে নারী-বান্ধব সিংড়া গড়ে তোলা হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *