আমের সঙ্গে এ কেমন শত্রুতা

নাটোর অফিস ॥
মানুষ কীভাবে এমন কাজ করতে পারে? বিবেক কতটুকু নিচে গেলে গাছের ফলের সঙ্গে এমন শত্রুতা করতে পারে?

নাটোরের লালপুরে শত্রুতা করে রাতের অন্ধকারে দুই বিঘা জমির আম বাগানের আম কেটে ফেলার অভিযোগ উঠেছে একই গ্রামের বাসিন্দা মান্নান আলীর বিরুদ্ধে। সোমবার (২২ এপ্রিল) দিনগত রাতে উপজেলার নান্দ-রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে। তবে অভিযুক্ত মান্না এ অভিযোগ অস্বীকার করে জানান, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।

ভুক্তভোগী আম ব্যবসায়ী বেলাল মোল্লা জানান, তিনি নান্দ রায়পুর গ্রামের মাহি আলীর দুই বিঘা লকনা জাতের আমের বাগান ৪০ হাজার টাকায় দুই বছরের জন্য লিজ নেন । নিবির পরিচর্য়ায় তার বাগানে প্রচুর পরিমানে আম এসেছে। আর মাস খানেক পরেই আম পাকতে শুরু করতো। কিন্তু একই এলাকার মান্নান আলী এই বাগান কিনতে না পেরে তার উপরে ক্ষিপ্ত হয়ে গতরাতে বাগানের সব আম হাসুয়া (দেশীয় অস্ত্র) দিয়ে কেটে ফেলেছে।

এতে তার প্রায় এক লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন আম ব্যবসায়ী বেলাল মোল্লা। তিনি আরো বলেন, এব্যাপারে লালপুর থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুুতি চলছে।

লালপুর থানার ওসি মো. নাছিম আহমেদ জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় কোন লিখিত অভিযোগ দায়ের করে নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *