নাটোর-৩: সরকার ক্ষমতায় এলেই সিংড়ায় কৃষি বিশ্ববিদ্যালয়ঃ পলক

নাটোরঃ নাটোর-৩(সিংড়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, চলনবিলে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করার বিষয়ে পরিকল্পনা চলছে। উপজেলায় শিক্ষার প্রসারে বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। বছরের শুরুতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে পৌছে দেয়া হচ্ছে বই। ৬৫টি প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে।মাল্টিমিডিয়ার মাধ্যমে শিক্ষা নিচ্ছে শিক্ষার্থীরা।

আজ ১৬ই ডিসেম্বর মধ্যরাতে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্টে তিনি এসব কথা বলেন।

পলক বলেন, শিক্ষার্থী ও বেকার তরুণ-তরুণীদের জন্যই হাতে নেয়া হয়েছে চলনবিল ডিজিটাল সিটি মেগা প্রকল্প। আগামী ৩ বছরের মধ্যে একই স্থানে বাস্তবায়িত হবে ৪টি প্রতিষ্ঠান। যেখানে উপজেলার শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণ এবং ২০ হাজার মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে।

উল্লেখ্য, উত্তরাঞ্চলে একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা উত্তরবঙ্গের মানুষের প্রাণের দাবী, যা স্থাপনে পর্যাপ্ত ও উপযোগি স্থান সিংড়া।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *