নাটোর অফিস॥
নাটোরের বড়াইগ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজন ব্র্যাক ব্যাংকের সহযোগিতায় পার্টনারশীপ ইন ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্প এর আওতায় কৃষক/কৃষাণী প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে কৃষিবিদ মোঃ আব্দুল ওয়াদুদ, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নাটোর এর সভাপতিত্বে। উপজেলা কৃষি অফিসার,কৃষিবিদ শারমিন সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, আবু নাছের ভূঁঞা।অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ ড.বিজয় কৃষ্ণ বিশ্বাস, ফোকাল পার্সন, পার্টনারশীপ ইন ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্প। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোহাম্মদ জহিরুল হক, সহকারী কমিশনার(ভূমি) মোঃ বোরহান উদ্দিন মিঠু। র্যাক ব্যাংক (পিএলসি)রিলেশনশিপ অফিসার মোঃ শহিদুজ্জামান ইউপি চেয়ারম্যান মস্তফা শামসুজ্জোহা । কৃষিবিদ শারমিন সুলতানা জানান মাননীয় প্রধানমন্ত্রীর বর্তমান যে এজেন্ডা প্রতি ইঞ্চি জায়গা অনাবাদি থাকবে না সেই লক্ষ্যকে সামনে রেখে সবাইকে কাজ করতে হবে এবং বড়াইগ্রাম উপজেলার গ্রামে কৃষক বৃন্দ অনাবাদি পতির জায়গা সর্বোত্তম ব্যবহার করে ডালি পদ্ধতি বস্তা পদ্ধতিতে লতা জাতীয় সবজি চাষ করে স্বাবলম্বী হচ্ছে আমরা তাদের সর্বাঙ্গীর মঙ্গল কামনা করি। এ বিষয়ে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা,বলেন, গ্রামীণ জনপদের প্রতিটি পরিবারের পুষ্টি নিশ্চয়তা করণে কৃষি অধিদপ্তরের সহযোগিতায় সঠিক পরিচর্যার পরামর্শ, প্রশিক্ষণ দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করতে আমরা কাজ করে যাচ্ছি।