তীব্র ঠান্ডায় রেল লাইনে ফাটল! বৈজ্ঞানিক ব্যাখ্যা মেলেনি

নাটোর অফিস॥
নাটোরের মাধনগর এলাকায় রেল লাইনে ফাটল দেখা দেয়। এবিষয়ে কোন বৈজ্ঞানিক ব্যাখ্যা না মিলল্ওে এমন খবর ছড়িয়ে পড়ার পর অনেকেই তা দেখার জন্য ছুটে যান ঘটনাস্থলে। সোমবার সন্ধ্যার দিকে নলডাঙ্গা উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশনের উত্তর দিকে ২৪৪ নম্বর ব্রিজের কাছে এই ফাটল দেখতে পায় রেলপথ নিরাপত্তার দায়িত্বে থাকা মিজানুর রহমান নামে এক আনসার সদস্য। বিষয়টি মাধনগর স্টেশন মাষ্টারকে অবহিত করার পর ফাটল স্থান মেরামত করা হয়। মধ্যরাত অবদি এই মেরামত কাজ চললেও ট্রেন চলাচলে কোন বিঘœ ঘটেনি বলে জানান স্টেশন মাষ্টার।
মিজানুর রহমান জানান, তারা রেলপথ নিরাপত্তার জন্য টহল দেয়ার সময় সন্ধ্যার সময় রেল লাইনে ফাটল দেখতে পান। পরে বিষয়টি কর্তৃপক্ষকে জানাই।
এলাকাবাসী সহ রেল সংশ্লিষ্ট কর্মীদের ধারনা অতিরিক্ত ঠান্ডায় এই ফাটলের সৃষ্টি হয়েছে।
মাধনগর ষ্টেশন মাষ্টার শামিম হোসেন জানান, খবর পাওয়ার পর রাতেই রেললাইন মেরামতের কাজ শুরু করা হয়। রেলের মেরামত কর্মীরা রাত ১১ টার দিকে মেরামতের কাজ শেষ করে। এসময় ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। অতিরিক্ত ঠান্ডার কারণে এমন ঘটনা ঘটতে পারে বলে তার ধারনা। তবে তিনি এর বৈজ্ঞানিক কোন ব্যাখ্যা দিতে পারেননি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *