নাটোর মুক্ত দিবসে ‘ত্রিক্ষেপার‘ পরিবেশনায় সঙ্গীতানুষ্ঠান

নাটোর অফিস॥
মহান বিজয় দিবসে নাটোরের বিজয় উল্লাসের দিনে ‘ত্রিক্ষেপার আয়োজনে পরিবেশীত হয়েছে সঙ্গীতানুষ্ঠান। সারাদেশে ১৬ ডিসেম্বর শত্রমুক্ত হওয়ার পর বিজয় অর্জিত হলেও নাটোরে চারদিন পর ২১ ডিসেম্বর শত্রুমুক্ত হয়। দিনটিকে স্মরনীয় করে রাখতে এবং মানুষের কাছে দিনটিকেযথাযথ মর্যাদায় মনে করতে সঙ্গীত পাগল ত্রিক্ষেপা ২১ ডিসেম্বর সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে ত্রিক্ষেপা’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটায়। ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি” শ্লোগান নিয়ে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটানো হয় ২১ ডিসেম্বর নাটোর মুক্ত দিবসের দিন। শহরের কানাইখালী বাসস্ট্যান্ড এলাকায় (বাস মালিক সমিতির কার্যালয়ের সামনে) নবপ্রকাশিত ত্রিক্ষেপার আয়োজনে অনুষ্ঠিত হয় সঙ্গীতানুষ্ঠান। ত্রিক্ষেপার পক্ষ থেকে বলা হয় ,নাটোর হানাদার মুক্ত দিবসকে মনে ধারন করার লক্ষ্যে ২১ ডিসেম্বরকে বেছে নিয়ে এই সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও নাটোরের সিনিয়র সাংবাদিক নবীউর রহমান পিপলু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, শিক্ষাবিদ প্রফেসর সবিধ কুমার মৈত্র অলোক ও এমকে কলেজের প্রাক্তন অধ্যক্ষ আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রন্তজন প্রকাশক ও সম্পাদক সাজেদুর রহমান সেলিম,সাংবাদিক সুফি সান্টু। অনুষ্ঠানে দেশের গান পরিবেশন করেন সঙ্গীতাঙ্গনের তিন ক্ষেপা সৌরভ হোসেন, মনসুর রহমান সুইট ও আব্দুল লতিফ খোকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *