নাটোরে বিশ্ব এইডস দিবস পালিত

নাটোর অফিস॥
‘কমিউনিটির আমন্ত্রণ, এইডস হবে নিয়ন্ত্রণ’-এই প্রতিপাদ্য বিষয়ে আজ শুক্রবার জেলায় বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাস্থ্য বিধি যথাযথভাবে অনুসরণ করে এইডস এর সংক্রমণ থেকে রক্ষা পাওয়া সম্ভব। এক্ষেত্রে সচেতনতা সৃষ্টির কোন বিকল্প নেই। ধর্মীয় অনুশাসন মেনে জীবন যাপনও এইডস থেকে রক্ষা পাওয়ার উপায়।
সভায় আরো জানানো হয়, এ পর্যন্ত জেলায় দুই হাজার ১০০ ব্যক্তির রক্ত পরীক্ষা করা হলেও এইডস আক্রান্ত কোন রোগী পাওয়া যায়নি।
সিভিল সার্জন ডাঃ মুহাম্মদ মশিউর রহমান এর সভাপতিত্বে সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডাঃ এ এস এম সাদেকুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডাঃ মোঃ রাসেল, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন প্রমুখ।
আলোচনা সভার আগে জেলা স্বাস্থ্য অফিস চত্বরে শোভাযাত্রা বের করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *