
বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন মোহনা টেলিভিশনের ১৩ বছর পার করে ১৪ বছরের পদার্পন উপলক্ষে নাটোরে র্যালী, কেক কাটা ও আলোচনা সভা সহ বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে পালন করা হয়। শনিবার সকালে শহরের হাফরাস্তা ফ্লেম রেস্টুরেন্টে মোহনা টেলিভিশনের দর্শক ফোরাম নাটোরের আয়োজনে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মোহনা টেলিভিশনের নাটোর প্রতিনিধি মোঃ রাশেদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

আলোচনা সভায় উপস্থিত বক্তারা মোহনা টেলিভিশনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন এ এস এম আল আফতাব খান সুইট।
আলোচনার শেষে অতিথিরা কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়।



